Riy_shi Blog Banner

Riy_shi

ফটোগ্রাফি - কিছু প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা!

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। বহুদিন পর ফটোগ্রাফি নিয়ে পোস্ট করতে এসেছি, আমি সাধারণত আমার ড্রয়িং পোস্ট করি কিন্তু আজ ভিন্ন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

এই মাসের শুরুতে ১ আগস্ট আমি আমার নতুন মোবাইল কিনেছি, এই করনার মহামারীর মধ্যেও অনেক ঝামেলা নিয়ে ফোনটি কিনতে হয়েছে। যাই হোক মোবাইল কেনার পর প্রতিদিনই বের হই ফটোগ্রাফি করার জন্য। ‌ এবং আজকে আমার এ কয়দিন এর তোলা ছবির মধ্যে কিছু ভালোলাগা ছবি আপনাদের মাঝে তুলে ধরছি আশাকরি আপনাদের এগুলো ভালো লাগবে!




নিচে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি আমি আজকে সকালে তুলেছি, রাস্তায় একটু হাঁটতে বের হয়েছিলাম তখন রাস্তার পাশে ঘাসের মধ্যে এ ফুল গাছটি আমি লক্ষ্য করি কিন্তু আমি গাছটির নাম জানিনা, ফুলটি অনেক ছোট ছিল যে কারণে আমি ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করেছি এটি তোলার জন্য। এবং এটি আমার জন্য নাম না জানা ফুল!

1628740230457-01.jpeg

তিনদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি শেষ হবার পর বের হলাম এবং আমাদের বাড়ির পাশে কাপড় শুকানোর জন্য একটি দড়ি টানানো ছিল, সেই দড়ির উপর এই ভদ্রলোকটি (মাছি) বসেছিল। আমি তাড়াহুড়া করে মোবাইল পকেট থেকে বের করে এটির ছবি তুলতে শুরু করলাম কিন্তু আশ্চর্যের বিষয় হলো মোবাইল অনেক কাছে নয় সত্ত্বেও এটি উড়ে যায়নি, মনে হচ্ছিল এটি ছবি তোলার জন্যই বসে আছে।

1628764221316-01.jpeg

নিচের ছবিটি আমি আমাদের ছাদে গিয়ে তুলেছিলাম। ছাদে অনেকগুলো টপ রয়েছে এবং সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে কিন্তু সেটাপের মধ্যে কিছু ঘাস জ্বালিয়েছে এবং তার মধ্যে আমি এই ছোট ছোট ফুল দেখতে পাই এবং এটি ম্যাক্রো ক্যামেরার সাহায্যে তুলেছি

1628764373225-01.jpeg

আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর রয়েছে এবং পুকুরের চারিপাশ দিয়ে কলা গাছ লাগানো জায়গাটা আমার কাছে ভালই লাগে। ‌ সেখানে বড় একটি কড়ই গাছ আছে, সেদিন বাতাসে কড়ই গাছ থেকে পাতা ঝরে পড়ছিল এবং তখন আমি এ ছবিটি তুলেছিলাম

1628764121940-01.jpeg

নিচের ছবিটি হলো একটি তুলসী গাছের ফুলের ছবি। আমাদের ছাদের ওপর বড় একটি তুলসী গাছ হয়েছে এবং সেটির অনেকগুলো ফুল এসেছে

1628764316167-01.jpeg

নিচের ছবিটি দেখে হয়তো ভাবছেন এটি একটি কুমড়ো গাছের ফুল ছবিটা তোলার পর আমি আমার বন্ধুদের কে দেখাই সবাই ভেবেছে এটি কুমড়ো গাছের ফুল। কিন্তু এটি হলো একটি শসা গাছের ফুল।

1627921869895-01.jpeg

কিছুদিন আগে সন্ধ্যার সময় বাইরে একটি মাকড়সার জাল দেখতে পাই এবং তার মধ্যে ছোট্ট একটি মাকড়সা বসেছিল এবং সেটি তারই বাসা। এটি খুবই ছোট ছিল যে কারণে নেক্র ক্যামেরা ব্যবহার করতে হয়েছে। কিন্তু ছবিতে আমার এটিকে কোন ভয়ানক প্রাণী মনে হচ্ছে!

1628264680426-01.jpeg

এটি কি গাছের মাথা আমি নিজেও সঠিকভাবে জানিনা তবে আমার মনে হয় এটি যুচ্ছিনি গাছের মাথা।

1628764273873-01.jpeg

ছাদের চারিপাশে ইটের উপর প্রচুর পরিমাণে শেওলা পড়েছে গতকাল আমি এগুলোর কিছু ছবি তুলি এবং তার মধ্যে একটি ছবি তুলে ধরলাম। এগুলো অনেক ছোট যে কারণে ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করেছি

1628764454542-01.jpeg

আজকের মত এখানেই সমাপ্তি, আশা করি আপনাদের এগুলো আনন্দ দিয়েছে! আপনার কাছে কোন ছবিটি বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন, তাহলে আমার ভালো লাগবে।

আপনারা ছবিগুলোর নিচে ওয়াটারমার্ক দেখে বুঝে গিয়েছেন আমার নতুন ফোনটির মডেল সম্পর্কে, তাই ডিভাইসের নাম উল্লেখ করলাম না। আরো অনেক ফটোগ্রাফি করেছি আমি এই কয়দিনে কিন্তু একটি পোস্টের মধ্যে এর থেকে বেশী ফটো এড করা সম্ভব নয়। আমি আবারও কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই মহামারীর মধ্যে সাবধানতা অবলম্বন করবেন।

খোদা হাফেজ।


Return from ফটোগ্রাফি - কিছু প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা! to Riy_shi's Web3 Blog

ফটোগ্রাফি - কিছু প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা! was published on and last updated on 12 Aug 2021.